Friday, December 5, 2025

আশাশুনিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি:আশাশুনিতে দু’দিন ব্যাপী ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি। এসময় তিনি বলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় “কোভিড-১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা” কে মাথায় রেখে স্টল গুলো সাজানো হয়েছে জেনে খুব খুশি হয়েছি।

করোনা থেকে বাঁচতে সচেতনতা অবলম্বনের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। এসময় তিনি কোভিড-১৯ এর প্রথম ধাক্কাটা মোটামুটি ভালোভাবে প্রতিহত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ সকলকে ধন্যবাদ জানান। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল। সহকারি প্রধান শিক্ষক মাজহারুল ইসলামের পরিচালনায় এসময় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দীপন বিশ্বাস, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলমসহ সরকারী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন ও মেলায় অংশগ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্টপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধায়নে মেলায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য অধিদপ্তর ও প্রানী সম্পদ অধিদপ্তর একটি করে মোট ১০ স্টল প্রদর্শনীতে অংশ নিয়েছে। আজ বৃহস্পতিবার মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে। একই স্থানে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে “আমার মাস্ক, আমার সুরক্ষা” কর্মসূচী বাস্তবায়নে আশাশুনি উপজেলায় ১লক্ষ মাস্ক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর