আজমখাঁন,বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি :যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী ভিক্টোরিয়া পারভিন সাথী পৌর এলাকায় দিনভর প্রচার প্রচারণা চালিয়েছেন। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রচার প্রচারণার পাশাপাশি উঠান বৈঠকও
করেন। এদিন সকালে নৌকার প্রার্থী সাথী বাঘারপাড়া ১ও ২নং ওয়ার্ড ৩ নং মিরপুর, ৪নং বাঘারপাড়া পাইলট স্কুল এলাকা ৫নং দোহাকুলা ডিগ্রী কলেজ ও মহিরন এলাকায় নৌকায় ভোট চেয়ে প্রচার প্রচারণা চালান। এসময় মা’বোনদের সাথে কুশল বিনিময় ও নৌকার ভোট প্রার্থনা করেন সাথী, তিনি বলেন শেখ হাসিনা আমাকে নৌকা মার্কার মনোনয়ন দিয়েছেন তাই আগামী ১০ডিসেম্বর নৌকা প্রতিকের বিজয়ী করতে মা বোনসহ সকল শ্রেণি পেশার মানুষের প্রতি আহবান জানান। এ উপজেলা থেকে নৌকা মার্কার বিজয় অর্জন করে শেখ হাসিনাকে দেখাতে পারি সেকারনে নৌকায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।
প্রচার প্রচারণার সময় উপস্থিত ছিলেন নৌকা প্রতিকের প্রার্থী ভিক্টোরিয়া পারভিন সাথী, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, যুবলীগের যুগ্ন আহবায়ক জুলফিক্কার আলী জুলাই, যুবলীগ নেতা আফজাল হোসেন সঞ্জীব, ছাত্রলীগ উপজেলা কমিটির সভাপতি বায়েজিদ হোসেন ছাত্রলীগনেতা তামিম হাসান, শাহ আলম, সুমন হোসেন, শামিম হাসান, নাঈম হাসান, আবির মাহমুদ পিয়াস প্রমুখ ।
বাঘারপাড়া উপনির্বাচনে পৌর এলাকায় নৌকা প্রতিকের সাথীর দিনভর প্রচার প্রচারণা
আরো পড়ুন






