চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গায় এক পুত্রবধূ তার শ্বাশুড়িকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আলমডাঙ্গা উপজেলার বাগুন্দা গ্রামে ঘটনাটি ঘটে। আজ বুধবার দুপুরে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।স্থানীয়রা জানান, বাগুন্দা গ্রামের গনজের আলীর স্ত্রী সাহার বানুর সাথে তার পুত্রবধূ সীমা খাতুনের মঙ্গলবার রাতে ঝগড়া বিবাদ হয়। এর পর শ্বাশুড়ি রাগ করে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে তাকে ঘরের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহতের ভাই আসাদুলের অভিযোগ তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির জানান, কীভাবে তার মৃত্যু হয়েছে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর টা জানাযাবে।
চুয়াডাঙ্গায় পুত্রবধূর বিরুদ্ধে শ্বাশুড়িকে শ্বাসরোধ হত্যার অভিযোগ
আরো পড়ুন