Saturday, December 6, 2025

দূর্বৃত্তদের হামলা ভাংচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ কেশবপুর প্রেসক্লাব পরিদর্শন করলেন বিএনপির নেতৃবৃন

মোঃ জাকির হোসেন, কেশবপুরঃ দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাংচুর ও মালামালে আগুন দিয়ে পুড়িয়ে ক্ষতিগ্রস্থ কেশবপুর প্রেসক্লাব পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃৃবৃন্দ।

গত ৪ আগস্ট বিকেলে ছাত্রদের আন্দোলন চলাকালেr একদল দুর্বৃত্ত প্রেসক্লাবে তিন দফা হামলা চালিয়ে এ ঘটনা ঘটায়।

দুর্বৃত্তরা কেশবপুর প্রেসক্লাব মিলনায়তন, গ্রন্থাগার, সভাপতি-স¤পাদকসহ সাংবাদিকদের দুটি কক্ষ, সিসিটিভি, সাইনবোর্ড, বৈদ্যুতিক মিটার, বিভিন্ন কক্ষের জানালার থাই গøাস ও বিভিন্ন মালামাল ভাংচুর করে।

এ সময় সাংবাদিকদের তিনটি মোটরসাইকেলও ভাংচুর করা হয়। পরে দুর্বৃত্তরা যশোর-চুকনগর সড়কের উপর প্রেসক্লাবের অর্ধশতাধিক চেয়ার, বিভিন্ন মালামাল ও সাংবাদিকের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এতে প্রেসক্লাবের প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়।

রবিবার বিকেলে উক্ত প্রেসক্লাব পরিদর্শন শেষে সন্ধায় প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ-জামান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা বিএনপির আহবায়ক মশিয়ার রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক প্রভাষক আব্দুল রাজ্জাক, পৌর বিএনপির সাধারন সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাসুদুজ্জামান মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হুমায়ন কবির পলাশ, উজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা বাবু, উপজেলা যুবদলের নেতা আলমগীর সিদ্দিক, আব্দুল গফুর, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুল ইসলাম আজিজ সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী সহ প্রেসক্লাব ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে বিএনপির নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ও এঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে বিচার করার দাবী করেন। এছাড়া ক্ষতিগ্রস্থ প্রেসক্লাব সংস্কারে নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন।

আর কে-০৪

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর