Friday, December 5, 2025

সাতক্ষীরায় থানার কার্যক্রম শুরু

সাতক্ষীরা প্রতিনিধি– সাতক্ষীরার আটটি থানার মধ্যে শ্যামনগর ছাড়া বাকি সাতটিতে পুলিশের টিম পৌঁছেছে। আইনি কার্যক্রম শুরু না হলেও থানায় পুলিশের অবস্থান জনগণের মাঝে স্বস্তি এনে দিয়েছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অয়োজনে শনিবার সকালে কলারোয়া থানার সভাকক্ষে এক মতবিনিময় সভার মধ্য দিয়ে থানার কার্যক্রম উদ্বোধন করেন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক।

অপরদিকে, জেলায় যানজট নিয়ন্ত্রণ, বাজারদর পর্যবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক।

১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সানবীর হাসান মজুমদারের উপস্থিতিতে বেলা দেড়টার পর কালিগঞ্জ থানার কার্যক্রম শুরু হয়। এ সময় কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, থানার ওসি রফিকুল ইসলাম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, ছাত্র সমন্বয়ক শেখ রাকিবসহ কয়েকজন সমন্বয়ক এবং থানার অফিসাররা উপস্থিত ছিলেন।

একই সঙ্গে সীমান্তবর্তী দেবহাটা, শ্যামনগর ও কলরোয়া থানার কার্যক্রমও শুরু হয়েছে।

১৭ বিজিবির অধিনায়ক বলেন, ‘ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে সবাইকে দেশের জন্য কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সেটি কারও জন্য কল্যাণ বয়ে আনবে না।’

পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য সব রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘এ দেশে সংখ্যালঘু বলে কেউ নেই। সবাই আমরা রাষ্ট্রের নাগরিক, সবার অধিকার সমান। জনগণের পাশে থেকে বিজিবি সদস্যরা সার্বিক সহায়তা করবে।’ তিনি গুজব ছড়িয়ে মানুষকে আতঙ্কিত না করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

কালিগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘অনিবার্য কারণে থানার স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হয়েছিল। এখন থেকে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী পুলিশ সদস্যরা জনগণের পাশে থেকে যথাযথ ভূমিকা রাখবেন।’

প্রসঙ্গত, গত ৫ জুলাই শেখ হাসিনা সরকারের পদত্যাগের খবর শুনে থানাসহ বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ জনতা হামলা ও অগ্নিসংযোগ করে। এরপর বিভিন্ন স্থানে থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর