Friday, December 5, 2025

সাতক্ষীরায় থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি– বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার পর সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। শ্যামনগর থানার পেছনে একটি বাগানের মধ্য থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। সেগুলোর মধ্যে রয়েছে– দুটি শটগান, চারটি রাইফেল, পাঁচটি ম্যাগাজিন ও ৫১ রাউন্ড গুলি।

শুক্রবার দিবাগত রাতে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের প্রতিনিধি সার্জেন্ট আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামনগরের চন্ডিপুর গ্রামের এক কৃষক থানার পেছনে জমি চাষ করতে গিয়ে কিছু অস্ত্র দেখতে পান। বিষয়টি তিনি স্থানীয় একজন সাংবাদিকের মাধ্যমে প্রশাসনকে অবহিত করেন। পরে ডিজিএফআই ও ডিএসবির সদস্যরা এসে অস্ত্রগুলো উদ্ধার করেন।

অন্যদিকে, শ্যামনগর প্রেসক্লাবের সামনে একটা মোটরসাইকেল, দুটি পোড়া মোটরসাইকেল এবং শ্যামনগর থানার একটি ফ্রিজ ফিরিয়ে দিয়ে গেছেন অজ্ঞাত কয়েকজন ব্যক্তি।

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী জানান, লুট হওয়া আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য জিনিসপত্র ফিরিয়ে দেওয়ার জন্য দু’দিন ধরে এলাকাজুড়ে মাইকিং করা হচ্ছে। পুলিশের আহ্বানে সাড়া দিয়ে স্থানীয়রা বিভিন্ন স্থানে অস্ত্র ও গুলি রেখে যাচ্ছেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট (সোমবার) রাত সাড়ে ৮টার দিকে একদল ব্যক্তি দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পুলিশের দুটি ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এ সময় থানায় কর্তব্যরত পুলিশ সদস্যরা প্রাণ নিয়ে পালিয়ে যেতে পারলেও তাদের ফেলে যাওয়া বেশ কিছু অস্ত্র, গুলি এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর