শার্শা প্রতিনিধি:যশোরের শার্শার পল্লীতে তিন কেজি গাঁজাসহ আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার শিবচন্দ্রপুর ওয়াবদারখাল মসজিদের সামনে থেকে গাঁজাসহ তাদেরকে আটক করা হয় বলে ১ ডিসেম্বর দুপুরে তথ্য দেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সৌমেন দাস।আটককৃতরা হচ্ছে উপজেলার হরিণাপোতার আজগর আলীর ছেলে নুর হোসেন (২৭) ও নওশের আলীর ছেলে নাজিম (৩২)।জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সোমেন দাস আরো জানান, আটককৃত ওই দুই যুবক এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। ৩০ নভেম্বর বিকেলে গোপনে সংবাদ আসে আটককৃত ওই দুজন উপজেলার শিবচন্দ্রপুর মসজিদের সামনে পাকা রাস্তায় মাদক কেনাবেচার জন্য অবস্থান করছে। এ সময় ইন্সপেক্টর কাজী মাসুমের নেতৃত্বে এইআই ইব্রাহিমসহ একটি ফোর্সের টিম অভিযান চালিয়ে তাদের আটক করেন।১ ডিসেম্বর দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা নম্বর ৪৮। ওই চক্রে আরো কয়েকজন আছে, যাদের আটকে চেষ্টা চলছে।







