Saturday, December 6, 2025

কেশবপুরে উপজেলা ও পৌর বিএনপির এক জরুরী সভা

কেশবপুর প্রতিনিধিঃ যশোর কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে কেন্দ্রীয় বিএনপির নেতা আবুল হোসেন আজাদের বাসায় কেন্দ্রীয় বিএনপির নেতা আবুল হোসেন আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নারর্গিস বেগম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, কেশবপুর উপজেলা বিএনপির আহবায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, কেশবপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি কুতুব উদ্দনি বিশ্বাস,যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, যশোর জেলা যুবদলের যুগ্ন সম্পাদক নাজমুল হোসেন বাবু, যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুল ইসলাম সাগর কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নারর্গিস বেগম বলেন সমস্ত পর্যায়ের জনগনকে নিরাপত্তা দিতে হবে, কোনভাবে হিন্দুদের মন্দির,ঘর-বাড়ি, দোকানপাটে হামলা করা যাবে না, কোন আওয়ামীলীগের হামলা করা যাবে না, কেই যদি এসব কাজে জরুত থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আর কে-১০

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর