কেশবপুর প্রতিনিধিঃ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার উদ্যোগে“ অভিনন্দন ছাত্র-জনতার”ব্যানারে সর্বকালের সর্ববৃহত্তর মিছিল কেশবপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে।
মঙ্গবার বিকেলে বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা কেশবপুর ডিগ্রী কলেজ ময়দানে এক সমাবেশে অংশ নেয়। আছরের নামাযের পরই কলেজ ময়দান ভরে যায়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোক্তার আলীর সভাপতিত্বে এখানে বক্তব্য রাখেন জামায়াতের সাবেক উপজেলা আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সামাদ,উপজেলা জামায়াতের সেক্রেটারী মাষ্টার রফিকুল ইসলাম,মাষ্টার তবিবুর রহমান,প্রভাষক তাজাম্মুল ইসলাম দিপু, মাওলানা রেজাউল ইসলাম প্রমূখ।
সমাবেশ শেষে এক বিশাল মিছিল উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে পূনরায় কলেজ ময়দানে এসে শেষ হয়।
আর কে-০৯







