Friday, December 5, 2025

লোহাগড়ায় জোর করে জমি রেকর্ডভুক্ত ও ভোগ দখল করার অভিযোগে,থানায় অভিযোগ দায়ের

লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি:নড়াইলের লোহাগড়ার দিয়লিয়া ইউনিয়নের দিয়লিয়া বাজারের পার্শ্বে এক মুক্তিযোদ্ধা পরিবারের বসত বাড়ির জমি জোর- করে হাল রেকর্ড করে ভোগ দখল করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগীর লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া বাজারের পার্শ্বে ২০ নং দিঘলিয়া মৌজার সাবেক ৮৮৪ খতিয়ানে ডিপি (১৫৫৫) ১৮৫০ দাগের ৭ শতক বসতভিটার জমি একই গ্রামের মোঃ মিলন শেখসহ তার লোকজন জন জোর দখল করে হাল রেকর্ড করে ভোগদখল করে আসছে।
ভুক্তভোগী দিঘলিয়া গ্রামের মুক্তিযোদ্ধা হানিফ (শফিউল্লা) শেখের স্ত্রী মোছাঃ রাবেয়া বেগম বলেন, উক্ত আমাদের বসতভিটা ১৮৫০ দাগে ৮ শতক জমি আমার পিতার রেকর্ডীয় সম্পত্তি। আমার পিতার মৃত্যুর পর আমি ও আমার বোন রোকেয়া বেগম ও ভাই সামছুর রহমান(সামু) ও খালেক (খোকা) শেখ শরিক হয়েছেন। আমাদের প্রতিবেশী মোঃ মিলন শেখসহ তার লোক জন উক্ত বসত বাড়ির ৮ শতক জমির মধ্যে ৭ শতক জমি আমার উক্ত ভাই-বোনদের নিকট থেকে ক্রয় না করে গোপনে জোর করে জমি হাল রেকর্ড করে ভোগ দখল করে আসছে। আমরা বাধা দিলে আমাকেসহ আমাদের পরিবারের লোকজনদের মেরে ফেলার হুমকি দেয়। আমি তাদের ভয়ে বসত বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে আশ্রয় নিয়েছি। এ ছাড়াও উক্ত খতিয়ানের ১৮৪৪ দাগে ১৫ শতকের জমির মধ্যে ৩ শতক জমি আমাদের না জানিয়ে এলাকার একটি কুচক্রীমহল মাদ্রাসার পাকা ঘর নির্মান করেছেন। আমি নিরপায় হয়ে লোহাগড়া থানায় অভিযোগ দায়ের করেছি এবং এর পুর্বেও নড়াইল পুলিশ সুপার বরাবর অভিযোগ করে কোন ফল পাই নাই।
এদিকে বিবাদী মোঃ মিলন শেখর পিতা মৃত শেখ রহুল আমিন লোহাগড়া সহকারী কমিশনার (ভুমি) বরাবর বিগত ২০০৮ সালে উক্ত ৭ শতক জমির দাবী জানিয়ে মিস কেস করেন। যাহার কেস নং (১২০৩৬২)। মামলা শুনানীর সময় রুহুল আমিনের(বাদীর) প্রৃয়োজনীয় প্রমানাদি(কাগজপাতী) না থাকায় মামলা খারিজ করে দেন।
অভিযুক্ত মিলন শেখ বলেন, আমরা উক্ত ১৮৫০ দাগের জমির মালিকের নিকট থেকে জমি ক্রয় করেছি। জোর করে জমি খাইনা কিন্তুু ভুল ক্রমে দলিলে ১৮৫০ দাগের স্থলে ১৮৫৪ দাগ হয়েছে। লোহাগড়া থানার তদন্ত কর্মকর্তা(এসআই) পিয়াস কুমার শাহা বলেন, অভিযোগ পেয়ে এলাকায় তদন্তে গিয়ে খোজ খবর নিয়েছি এবং বিষয়টি জমি সংক্রান্ত বাদীকে আদালতের স্মরনাপুর্ন হয়ে (আদালতের মাধ্যমে) মিমাংশার কথা বলেছি।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর