যশোরের এজেআর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস থেকে চার হাজার ২শ’১০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ।
অভিযুক্ত আসামিরা হলো, শহরের রেলগেট এলাকার ফিরোজা বেগম, বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার ছন্দা বেগম ওরফে সন্ধা বেগম ওরফে বৃষ্টি ওরফে ফরিদা ও ভোলা চরফ্যাশানের আমিনাবাদ গ্রামের নাহিদ হোসেন। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই শরীফ আল মামুন।
মামলার অভিযোগে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি দুপুর যশোর ক্যাম্পের র্যাব গোপন সংবাদের ভিত্তিতে উপশহরের এজেআর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসে অভিযান চালায়। এ সময় পার্সেল নিয়ে যাওয়ার কুরিয়ারের সামনে থেকে সহেন্দহজনক ভাবে ফিরোজা বেগমকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে সাবানের মোড়কের ভেতরে অভিনব কৌশলে রাখা ইয়াবা চার হাজার ২শ’১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। আসামি নাহিদ হোসেন এজেআর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের চট্টগ্রাম পাঁচলাইশ মুরাদপুর শাখায় ইয়াবা ট্যাবলেট চালান আসামি ফিরোজা বেগমের নামে বুকিং দিয়েছিল। এ ঘটনায় আটক ফিরোজা বেগমকে আসামি করে র্যাবের এসআই মিহির কান্তি হাওলাদার বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি থানায় মামলা করেন।
চার্জশিটে অভিযুক্ত ছন্দা বেগমকে পলাতক দেখানো হয়েছে।
রাতদিন সংবাদ/আর কে-০৭







