যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের মহাদেবপুর গ্রামে তুচ্ছ ঘটনায় একই পরিবারের তিন সদস্যকে মারপিট ও জখমের ঘটনায় আদালতে দায়েরকরা পিটিশন কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করা হয়েছে।
আসামিরা হলো ওই গ্রামের বাবলু , শরিফুল , মমতাজ , ইমন , শহিদুল ইসলাম ।
একই গ্রামের সিরাজুল ইসলাম এজাহারে উল্লেখ করেছেন, আসামিদের সাথে তার ঘাস কাটাকে কেন্দ্র করে তর্কবিতর্ক হয়। সেই সূত্রে গত ২৩ জুলাই সকাল ৭টার দিকে আসামিরা লাঠিসোটা নিয়ে তার বাড়িতে ঢোকে। এবং বিশ্রি ভাষায় গালিগালাজ করে। তিনি নিষেধ করায় রোহার রড দিয়ে তাকে মারপিট করে। এ সময় বাড়ির নারীরা ঠেকাতে এগিয়ে গেলে তাদেরকেও মারপিট করে। পড়নের কাপড় টেনে শ্লীলতাহানী ঘটায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় তিনি আদালতে পিটিশন দাখিল করলে পুলিশ পিটিশনটি কোতোয়ালি থানায় শুক্রবার নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করে।
রাতদিন সংবাদ/আর কে-০৫







