আজম খাঁন(বাঘারপাড়া)প্রতিনিধি:বাঘারপাড়ায় নির্বাচনী সংঘর্ষের বিভিন্ন মামলায় ১৬ জনকে গ্রেফতার হয়েছে। সোমার রাতে বাঘারপাড়া থানা পুলিশ বিশেষ অভিযানে তাদের আটক করে। গ্রেফতারকৃত হলেন ইন্দ্রা গ্রামের সোনাউল্লাহ সরদারের ছেলে নজরুল ইসলাম, একই গ্রামের জালাল উদ্দিন সিকদারের ছেলে মাহমুদ আলম, হাতেম আলীর ছেলে লাল মিয়া, মালি গ্রামের দলিল উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম, চাঁদপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে মিন্টু হোসেন, বেতাল পাড়া গ্রামের মোকছেদ মোল্যার ছেলে ইজাজ আলী, মকবুল বিশ্বাসের ছেলে জিয়াদ হোসেন, এজের আলীর ছেলে আবু সাঈদ, আব্দুস সালামের ছেলে বাপ্পী হোসেন, শাহাদৎ মোল্যার ছেলে কুরবান আলী, জহুরুল ইসলামের ছেলে আরমান হোসেন, আব্দুল মাজেদের ছেলে দাউদ হোসেন, সামছুদ্দিন মন্ডলের ছেলে বাবলু মন্ডল, জয়রামপুর গ্রামের ইসরাইল সরদারের ছেলে তরিকুল ইসলাম, নওয়াপাড়া গ্রামের ইনছার মোল্যার ছেলে মুস্তাইন, বহরমপুর গ্রামের মুনছুর বিশ্বাসের ছেলে মুকুল বিশ্বাস।
বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন জানান, বিভিন্ন মামলার সন্দেহভাজন হিসাবে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে । মঙ্গলবার আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।
বাঘারপাড়া নির্বাচনী সংঘর্ষের মামলায় নৌকা আনারসের ১৬ জন গ্রেফতার
আরো পড়ুন






