কাতার বিশ্বকাপের পর থেকেই ফ্রান্স-আর্জেন্টিনা ম্যাচ উত্তেজনার জন্ম দিচ্ছে। মাঝে মাঝে মাত্রা ছাড়াতেও দেখা যাচ্ছে। প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার ১-০ গোলে হারের ম্যাচেও দেখা গেলো কদর্য সেই চিত্র।
বোর্দোয় শেষ বাঁশি বাজার পরই উত্তেজনা বাড়াবাড়িতে রূপ নেয়। সংঘাতময় পরিস্থিতির জন্ম দেন খেলোয়াড়-স্টাফরা। যেটা চলেছে টানেলে গিয়েও। ম্যাচ শেষ হওয়ার পরই দেখা গেছে বেশ কয়েক মিনিট ধাক্কাধাক্কি চলে খেলোয়াড়দের। মাতেতা ওই সময় ফরাসি অধিনায়ক লেকাজেতের সঙ্গে উদযাপনে ব্যস্ত ছিলেন। এই ঘটনা চোখে পড়তেই তাদের নিবৃত্ত করতে ছুটে যান তিনি। একইভাবে ছুটে যান ফ্রান্সের কোচ থিয়েরি অঁরি এবং আর্জেন্টিনা কোচ হাভিয়ের মাসচেরানোও। পরে ফরাসি কোচ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমি প্রতিপক্ষ খেলোয়াড়ের কোচের সঙ্গে হাতমেলাতে গিয়েছিলাম। কিন্তু তখন দেখি অনেক কিছু ঘটে যাচ্ছে। আমার আসলে এটা ভালো লাগেনি। এটার দরকার ছিল না।’
ওই সময় স্টেডিয়ামে যে জায়গায় আর্জেন্টাইন দর্শকরা ছিল তাদের নিরাপত্তার জন্য দাঙ্গা পুলিশ বৃত্তাকারে অবস্থান নিয়েছিলেন।
কোপা আমেরিকা জয়ের পর ফ্রান্সের খেলোয়াড়দের উদ্দেশ্য করে গাওয়া বর্ণবাদী গানগুলো ফ্রান্সের দর্শকরা ভালো মতো নেননি। যার কারণে মাঠে আর্জেন্টাইনদের দুয়ো দিয়ে স্বাগত জানিয়েছিলেন তারা।
-অনলাইন ডেস্ক







