নড়াইল(পৌর)প্রতিনিধি:নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বুড়ামারা গ্রামের নরেশ দেবের ঘেরের মাছের সঙ্গে শত্রুতা করে ঘেরে বিষ প্রয়োগে প্রতিপক্ষরা ১৫লাখ টাকার চিংড়ী মাছের ক্ষতি করেছে অভিযোগ পাওয়া গিয়াছে।গত ৩০ নভেম্বর (সোমবার) বিকালে ঘের মালিক নরেশ দেব লিখিত অভিযোগে জানান প্রায় দুই বছর আগে নড়াইল মাইজপাড়া ইউনিয়নের তালেশ্বারি বিলে ২ একর জমি কিনে ঘের করে চলতি বছর থেকে ওই জমির এক একরের মধ্যে একটি গলদা চিংড়ি মাছের ঘেরে মাছ চাষ শুরু করি। গত ১০ নভেম্বর থেকে চিংড়ি বাজারজাত করতে তিনদিন যাবত পাম্পের মাধ্যমে পানি সরিয়ে ফেলার পর গত ১৩ নভেম্বর রাত দু’টার দিকে পার্শ্ববর্তী তালেস্বারী গ্রামের সুভাষ বিশ্বাসের ছেলে মিঠু বিশ্বাসসহ (২৮) ৮/১০ জন মিলে আমার চিংড়ি মাছের ঘেরে বিষ ঢেলে জাল টেনে মাছ ধরতে থাকে। ঘটনা টের পেয়ে টর্চলাইট মারলে অভিযুক্তরা দৌড় মারে। যাদের মধ্য থেকে আমি লাইটের আলোয় মিঠু বিশ্বাসকে (২৮) চিনে ফেলি। পরে বিষয়টি প্রতিবেশি,স্থানীয় মেম্বারসহ ইউনিয়নের দায়িত্ব পুলিশের এসআই মফিজকে জানাই। ক্ষতিগ্রস্থ নরেশদেব বর্মন জানান, স্থানীয়ভাবে কোন সমাধান না পেয়ে গত ১৩ নভেম্বর নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি এবং অভিযুক্ত মিঠুসহ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।নড়াইল সদর থার এসআই মফিজ বলেন আমি ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নড়াইলে মাছের ঘেরে বিষ প্রয়োগে ১৫লাখ টাকার চিংড়ী মাছের ক্ষতি

আরো পড়ুন






