Saturday, December 6, 2025

বাঘারপাড়ায় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় যশোরের বাঘারপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এদিন সকালে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্যে দিয়ে কর্মসুচির উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

এরপর র‌্যালি , আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদান করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজী।

এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন লিটন ও দিলারা জামান, মৎস্য কর্মকর্তা তহুরা হক, সাবেক অতিরিক্ত সচিব বীরমুক্তি যোদ্ধা সন্তোষ কুমার অধিকারি, বীরমুক্তি যোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস, মৎস্যজীবীলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা বাদশাসহ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

আর কে-০২

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর