কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০জুলাই বিকালের দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা কেশবপুর সরকারি ডিগ্রি কলেজে অবস্থান নেন। সেখানে ছাত্ররা মাথায় লাল কাপড় ও লাল ব্যানার হাতে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ত্রিমোহিনী মোড়ে এসে শিক্ষার্থীরা অবস্থান নেয়। এ সময় ছাত্ররা সড়ক অবরোধ করলে যশোর-চুকনগর সড়কে যানজটের সৃষ্টি হয়।
কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত ছাত্ররা কোটা আন্দোলনে অংশ নেন। আন্দোলনে ছাত্রদের পাশাপাশি ছাত্রীদেরও অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়। ছাত্ররা এ আন্দোলন শান্তিপূর্ণভাবে পালন করে। ছাত্ররা বিক্ষোভ সমাবেশে বলেন, আমাদের সমন্বয়ক সহ ৯দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।







