Saturday, December 6, 2025

বাঘারপাড়া নারিকেলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক’র বিরুদ্ধে মানববন্ধন 

যশোর অফিসঃ যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়ীয়া বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদ হোসেনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দুপুরে সচেতন নারিকেলবাড়িয়া ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বিভিন্ন অনিয়ম দূর্নীতির-বিরুদ্ধে এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ব্যক্তিরা বলেন, নারিকেলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়কে ব্যক্তিগত সম্পত্তিতে রূপান্তরিত করার মাধ্যমে নিজ স্বার্থের কারণে পকেট কমিটি গঠন করে শিক্ষাপ্রতিষ্ঠানটিকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে এমদাদ হোসেন। ব্যক্তিগত সুবিধা নিয়ে মিহির কুমার সাহাকে নারিকেলবাড়ীয়া বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের  সভাপতি নির্বাচিত করা হয়েছে। যিনি একসময় বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। একসময় তিনি স্থানীয় বিএনপির-জামাতের অর্থের যোগানদাতাও ছিলেন। এমন একজন ব্যক্তিকে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত করায় ফুঁসে উঠেছে নারিকেলবাড়িয়া ইউনিয়নবাসী।

মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল গফুর, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক গিয়াস উদ্দিন হীরা, সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দিন মানিক প্রমুখ।

আর কে-০৩

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর