সাদ্দাম উদ্দিন রাজ (নরসিংদী) জেলা প্রতিনিধিঃ নরসিংদী জেলার রায়পুরা থানা এলাকায় বিশেষ পুলিশি অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।
আটক আসামী সোনাকান্দি কান্দাপাড়া এরাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে ইউনুস আলী।
থানা সূত্রে জানান, রবিবার দুপুরে রায়পুরা থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ পুলিশি অভিযানে নিলক্ষ্যা ইউনিয়নের সোনাকান্দির মেম্বারের কাঠ বাগান থেকে ইউনুস আলীকে অস্ত্র ও ইয়াবাসহ আটক করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন পলাশ আটকের বিষয়টি নিশ্চিত করেন। আসামী ইউনুস আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে।
আর কে-১০







