কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে চারুপীঠ একাডেমি থেকে সংস্কৃতি পরিষদের বোর্ড পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পৌর শহরের প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে চারুপীঠ একাডেমির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইকবাল।
চারুপীঠ একাডেমির সভাপতি সহকারী অধ্যাপক তাপস মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু। স্বাগত বক্তব্য দেন চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে। বিশেষ অতিথির বক্তব্য দেন, সহকারী অধ্যাপক মশিউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র, সহকারী প্রধান শিক্ষক প্রবীর সরকার, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল ব্যানার্জী, শিক্ষক শংকর দাস ও লোকজ একাডেমির পরিচালক সিরাজুল ইসলাম। উপস্থাপনা করেন শিক্ষার্থী সামিয়া ফরহাদ।
অনুষ্ঠানে চারুপীঠ একাডেমির শিক্ষার্থীদের কবিতা, গান ও নৃত্য পরিবেশন মুগ্ধ করে সকলকে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে চারুপীঠ একাডেমি থেকে সংস্কৃতি পরিষদের বোর্ড পরীক্ষায় কৃতকার্য ১০২ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র তুলে দেন অতিথিরা
আর কে-০৮







