Saturday, December 6, 2025

শোক ও শ্রদ্ধায় সাংবাদিক শামসুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

শোক ও শ্রদ্ধায় প্রথিতযশা সাংবাদিক শামসুর রহমান কেবলের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সাংবাদিকরা দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। এসব কর্মসূচির মধ্যে ছিল সাংবাদিকদের কালোব্যাজ ধারণ, কবর জিয়ারত, দোয়া মাহফিল ও স্মরণসভা।

এদিন সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব যশোর থেকে সাংবাদিকরা কারবালা কবরস্থানে যায়। এসময় তারা মরহুম শামসুর রহমান কেবলের কবরে শ্রদ্ধা জানায়। ফুলেল শ্রদ্ধা নিবেদন করে প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জেলা শাখার নেতৃবৃন্দ, দৈনিক গ্রামের কাগজ, দৈনিক স্পন্দনসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। পরে দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য এসএম সোহেল।

এরপর প্রেসক্লাব যশোর মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের সদস্যসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মাহফিলে মরহুম সাংবাদিক শামসুর রহমানের বিদেহি আত্মার শান্তি কামনা করা হয়। এসব কর্মসূচিতে প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেষে যশোর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসহ সাংবাদিকবৃন্দ।

 

 

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর