Saturday, December 6, 2025

যশোরে হামলার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা

যশোর শহরের বারান্দীপাড়া ঢাকারোড মান্দারতলায় মাসুদুর রহমান (৪২) নামে এক ব্যক্তির ওপর হামলা চালিয়ে জখম এবং টাকা কেড়ে নেয়ার ঘটনায় কোতয়ালি থানায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

পুলিশ এই মামলার তিন আসামিকে আটক করেছে। মাসুদুর রহমান ওই এলাকার মৃত জনাব আলী বিশ্বাসের ছেলে।

আটক তিনজন হলো, পশ্চিম বারান্দীপাড়া কদমতলার শান্ত, সাকিব চৌধুরী জুম্মান এবং আবিদ হাসান আপন । পলাতক আসামি হলো, চোপদারপাড়া আকবরের মোড়ের রাকিবুল ইসলাম ।

এজাহারে মাসুদুর রহমান উল্লেখ করেছেন, আসামিদের সাথে তার পূর্ব শত্রুতা ছিল। রোববার বেলা সাড়ে ১২টার দিকে তিনি ঢাকা রোড মান্দারতলায় রুহুলের দোকানের সামনে বসে ছিলেন। সে সময় আসামিরা সেখানে গিয়ে তাকে গালিগালজ করে। তিনি নিষেধ করায় তারা ধারালো অস্ত্র বের করে মারপিট করে। চাকু দিয়ে আঘাত করে জখম করে। সে সময় তার কাছে থাকা পাঁচ হাজার ৫৭৫ টাকা কেড়ে নেয়। পরে হুমকি দিয়ে চলে যায়।

তিনি পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে থানায় মামলা করেন।

সদর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আসামি তিনজনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর