Saturday, December 6, 2025

যশোরের সাবেক এমপি আলী রেজা রাজুর মৃত্যু বার্ষিকী আজ

আলী রেজা রাজুর অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ছিলেন একেবারেই তৃণমূল থেকে উঠে আসা আপাদমস্তক রাজনীতিক। ইউনিয়ন পরিষদের মেম্বর দিয়ে রাজনৈতিক জীবনের সূত্রপাত। এরপর যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান। সেখান থেকে সদর উপজেলা চেয়ারম্যান। তারপর যশোর পৌরসভার দুইবারের কমিশনার। এরপর যশোর পৌরসভার চেয়ারম্যান। সেখান থেকে জাতীয় সংসদ সদস্য। এর উপর আওয়ামী লীগ ও বিএনপির মত বড় দু’টি রাজনৈতিক দলের জেলা সভাপতির দায়িত্ব পালন করেছেন বছরের পর বছর।

আলী রেজা রাজু বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি হওয়ার পাশাপাশি ১৯৯৬ সাল পর্যন্ত যশোর জেলা বিএনপির সভাপতি ছিলেন। একাধারে ১৪ বছর তিনি এই দায়িত্ব পালন করেন। ’৯৬ সালে বিএনপি ছেড়ে তিনি যোগদান করেন আওয়ামী লীগে।

ওই বছরই নৌকা মার্কা নিয়ে তিনি আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হন। একইসাথে সদস্য হন যশোর জেলা আওয়ামী লীগের। এরপর কয়েক বছরের মধ্যে তিনি নেতা-কর্মীদের হৃদয়ের স্পন্দন হয়ে ওঠেন।

যে কারণে চিকিৎসার প্রয়োজনে দেশের বাইরে থাকা অবস্থায় সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। এরপর ২০০১ সালের নির্বাচনে তিনি ফের দলীয় মনোনয়ন পেলেও নির্বাচিত হতে পারেননি। পরে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাননি আলী রেজা রাজু। তারপরও আওয়ামী লীগে তার প্রভাব প্রতিপত্তি এতটুকুও কমেনি। দাপটের সাথে তিনি সভাপতির দায়িত্ব পালন করে যান।

শেষের দিকে এসে রোগে কাহিল হয়ে পড়েন সবার প্রিয় রাজু দা। কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে নিয়মিত দেশে বিদেশে চিকিৎসা নিতে হয়েছে তাকে। দিনের পর দিন করতে হয়েছে ডায়ালাইসিস। শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লেও নেতা-কর্মী ভক্তদের ভালোবাসায় রাজনীতি থেকে সামান্যতম সরে যাননি তিনি। মানসিকভাবে অনেক শক্ত ছিলেন। এ কারণে নাড়ির টানে বার বার ছুটে এসেছেন যশোরে। খোঁজখবর নিয়েছেন নেতা-কর্মী, সমর্থকদের।

আলী রেজা রাজুর আজ অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়াও গতকাল স্বেচ্ছাসেবক লীগের পক্ষে স্মরণসভার আয়োজন করা হয়। আজ বিকেল চারটায় জেলা পরিষদ মিলনায়তনে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল।

আলী রেজা রাজুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর শহর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া মাহফিল যশোর প্রেসক্লাবে রোববার বিকেলে অনুষ্ঠিত হয়।

যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলুর সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠু।

যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শাহাজাদা নেওয়াজের সঞ্চালনায় আরো বক্তৃতা করেন, শহর কমিটির আহবায়ক মাহমুদুল হাসান সুমন, যুগ্ম আহবায়ক শেখ মোহাম্মদ ইব্রাহিম, কচুয়া ইউনিয়ন কমিটির সভাপতি মুক্ত খাঁন, আরবপুর ইউনিয়ন কমিটির আহবায়ক ইস্রাফিল সর্দার, নওয়াপাড়া ইউনিয়ন কমিটির আহবায়ক মামুনুর রশিদ, কাশিমপুর ইউনিয়ন কমিটির যুগ্ম আহবায়ক বাবর আলী বাবু প্রমূখ।

স্মরণ সভায় প্রয়াত নেতা আলী রেজা রাজুর সামাজিক ও রাজনৈতিক কর্মময় জীবনের উপর আলোচনা করা হয় এবং স্মরণসভা শেষে তার আত্নার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া করা হয়।

 

রাতদিন সংবাদ/আর আই

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর