Saturday, December 6, 2025

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতিসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

জালিয়াতি, ভাংচুর লুটপাট ও মারপিটের ঘটনায় যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনসহ ৫ জনের নামউল্লেখসহ অপরিচিত ১৫০/২০০ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

রোববার যশোর সদরের হামিদপুর গ্রামের মৃত শহীদ উদ্দীন আহম্মেদের ছেলে আসাদুজ্জামান বাদী হয়ে এ মামলা করেছেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী এসএম শরিফুল আলম মিলন।

মামলার অপর আসামিরা হলো, বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের ছেলে সামির ইসলাম পিয়াস, বেয়াই বাঘারপাড়ার বাদপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা নূরুল ইসলাম তার স্ত্রী সামছুন নাহার ইসলাম এবং যশোর সদরের দৌলততদিহি গ্রামে নুর মোহাম্মদের স্ত্রী রহমান শামীম।

মামলার অভিযোগে জানা গেছে, যশোর সদরের হামিদপুরের জেসডাক প্রাইভেট লিমিটেড ঋণখেলাফি হওয়ায় ব্যাংক কতৃপক্ষ ১৯৯২ সালের ২৮ অক্টোবর নিলামে অংশগ্রহন করে ২একর ৯৭ শতক জমি ও প্রজেক্টের সবকিছু ক্রয় করেন। এপর থেকে তিনি ভোগদখল করে আসছেন। পরবর্তীতে ঋণ খেলাপি জেসডাক প্রজেক্ট কতৃপক্ষ এ জমির দখল নিতে জালজালিয়াতির আশ্রয় নিয়ে ব্যর্থ হয়েছেন। গত ২৭ জুন আসামিরা অপরিচিত আরও ১৫০/২০০ জনসহ এস্কেভেটর দিয়ে পাকা ঘর ভাংচুর ও ঘরের মুল্যবান জিনিষপত্র লুট করে নিয়ে যায়। সব মিলিয়ে ক্ষতির পরিমান ৫৬ লাখ ৫৭ হাজার টাকা। এ সময় বাধা দিলে বাড়ির লোকজনকে মারপিট করা হয়।

এ ঘটনায় থানায় মামলা না নেয়ায় তিনি আদালতে এ মামলা করেছেন।

রাতদিন সংবাদ/আর কে-০২

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর