অস্ত্র মামলায় ঝিকরগাছার সন্ত্রাসী শরিফুল ইসলাম শফিকে ১৭ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। রোববার অতিরিক্তি দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এক রায়ে এ আদেশ দিয়েছেন।
সাজাপ্রাপ্ত শফি ঝিকরগছার মাঠশিয়া গ্রামের উত্তর পাড়ার আরশাদ আলীর ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২৪ সালের ২৭ আগস্ট দিবাগত গভীর রাতে যশোরের ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছার মাঠশিয়া গ্রামের উত্তরপাড়ার শরিফুল ইসলাম শফির বাড়িতে অভিযান চালায়। এসময় শফিকে আটক ও একটি শার্টারগান এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবির এসএসআই সজিব হোসেন বাদী হয়ে ঝিকরগাছা থানায় অস্ত্র আইনে একটি মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক শফিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই মুরাদ হোসেন। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি শরিফুল ইসলাম শফির বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯ এর (এ) ধারায় ১০ বছর সশ্রম কারাদন্ড ও ১৯ এর (এফ) ধারায় ৭ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।
সাজাপ্রাপ্ত শরিফুল ইসলাম শফি জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।
রাতদিন সংবাদ/আর কে-০১







