Saturday, December 6, 2025

যশোরে যৌতুক দাবির অভিযোগে স্ত্রী-শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে আদালতে মামলা

মাসিক ১৭ হাজার টাকা যৌতুক দাবির অভিযোগে স্ত্রী-শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে।

রোববার চৌগাছার ইলিশমারি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান বাদী হয়ে এ মামলা করেছেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে চৌগাছা থানার ওসিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রাজু আহম্মেদ। আসামিরা হলো, চৌগাছার হাকিমপুর গ্রামের তরিকুল ইসলাম ও তার স্ত্রী রাশিদা বেগম, মেয়ে জয়নাব খাতুন মুনমুন এবং ঝিনাইদহ কোটচাঁদপুরের সলেমানপুর গ্রামের তরিকুলের ছেলে আসাদ।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ৩০ অক্টোবর মেহেদী হাসান পারিবারিক ভাবে মুনমুনকে বিয়ে করেন। বিয়ের সময় মেহেদী তার স্ত্রীকে সোনার চেইন, চুড়ি, আংটি দেন।

পরবর্তীতে মুনমুন নানা অজুহাতে তার মেহেদীর কাছ থেকে নগদ টাকা নিত। একপর্যায়ে মুনমুন তার স্বামীর কাছে প্রতি মাসে ১৭ হাজার টাকা দাবি করে পিতার ঋণের কিস্তি পরিশোধ করতে। টাকা দিতে অস্বীকার করায় মেহেদীর উপর শারিরীক ও মানসিক নির্যাতন করত মুনমুন।

এ নিয়ে সালিসে মুনমুনের দাবিকৃত যৌতুকে টাকা না দিলে সংসার করবেনা বলে জানিয়ে দেয় অপর আসামিরা। একপর্যায়ে মুনমুনকে তার পিতা ও মা সাথে করে নিয়ে চলে যায়। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

 

রাতদিন সংবাদ/আর আই

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর