Saturday, December 6, 2025

যশোরে সোনাবানুকে হত্যার অভিযোগে মামলা

যশোরে বিধবা নারী সোনাবানুকে হত্যার পর মাটি চাপা দেওয়ার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। সোনা বানুর ভাই ফতেপুর গ্রামের এজাহার খাঁ বাদী হয়ে অজ্ঞাত আসামি করে শনিবার রাতে মামলাটি করেছেন।

এরআগে শুক্রবার দুপুরে সন্ন্যাসী বটতলা গ্রামের একটি বাগানের ভিতর থেকে মাটি খুড়ে সোনাবানুর মরদেহটি উদ্ধার করেছে যশোর কোতোয়ালী থানার পুলিশ।

নিহতের ভাই মামলায় উল্লেখ করেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন সোনাবানু। খোঁজাখুঁজির একপর্যায়ে শুক্রবার দুপুরে নিহতের বাড়ির কিছু দূরে একটি বাগানের ভিতর ছড়ানো ছিটানো মাটি দেখতে পান স্বজনরা।

এরপর পুলিশ এসে মাটি খুড়ে একটি ছোট গর্ত থেকে সোনাবানুর মরদেহ উদ্ধার করেন।

মামলায় আরও উল্লেখ করা হয়, সোনাবানুর স্বামী সাত বছর আগে মৃত্যু বরণ করেন। মৃত্যুর আগে তার স্বামী কিছু সম্পত্তি রেখে যান। ওই সম্পত্তি নিয়ে সোনাবানুর ছেলে আরিফ ও স্থানীয় মনিরুলের সাথে সোনাবানুর গোলেঅযোগ বাধে।

বাধ্য হয়ে সোনাবানু ছেলে সহ আরও কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলাও করেন। এরমাছে সোনাবানু নিখোঁজ হন। পরবর্তিতে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হয়েছে। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

 

 

রাতদিন সংবাদ/আর আই

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর