Saturday, December 6, 2025

ঈদগাহ এলাকা থেকে বার্মিজ চাকুসহ পাঁচ যুবক আটক

যশোর শহরের ঈদগাহ এলাকা থেকে চাকুসহ পাঁচ যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

রোববার একটার দিকে যশোর জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে থেকে ধাওয়া করে তাদেরকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের মৃত গোবিন্দদাসের ছেলে জীবন দাস, খুলনা জেলার সদর উপজেলার সূর্যবাড়ি গ্রামের শরিফুল শেখের ছেলে রাকীব শেখ, নাটোর জেলার সদর উপজেলার বনপাড়া গ্রামের হাসান মোল্লার ছেলে আসিব, বাগেরহাট সদর উপজেলার নাগের বাজার গ্রামের মৃত আজিম শেখের ছেলে ইমন শেখ ও যশোর সদর উপজেলার আব্দুল গফুর মোড়ের মৃত মোশারফের ছেলে খোকন।

এঘটনায় দ্রত বিচার আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
কোতোয়ালি থানার এএসআই শফিউর রহমান জানান, রোববার দুপুরে তিনি খবর পান ঈদগাহ এলাকায় একদল উঠতি বয়সী যুবক দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছেন। তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে ও ভয়ভীতি দেখাচ্ছে।

তাৎক্ষনিক তিনি পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে হাজির হলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ওই পাঁচজনকে আটক করা হয়। এসময় জীবন দাসের কাছথেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনি মামলা করে রোববার বিকেলে পাঁচজনকে আদালতে সোপর্দ করেছেন।

 

রাতদিন সংবাদ/আর আই

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর