যশোর শহরের নীলগঞ্জ তাতীপাড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইউসুফ আলী নামে এক রং মিস্ত্রিকে জখমের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ইউসুফ ওই এলাকার মৃত ওহিদুর রহমানের ছেলে। ইউসুফের বোন রেখা খাতুন দুই জনের নাম উল্লেখ করে মামলাটি করেন।
আসামিরা হলো, নীলগঞ্জ তাতীপাড়ার আসাদুজ্জামান আসাদ এবং সাহাপাড়ায় আরমান । পুুলিশ আসাদকে আটক করেছে।
এজাহারে রেখা খাতুন উল্লেখ করেছেন, তার ভাই রং মিস্ত্রির কাজ করে। আসামিদের সাথে তার ভাইয়ের পূর্ব শত্রæতা ছিলো। সে কারনে তাকে নানা ভাবে ক্ষতির চেষ্টা করে।
গত ১৩ জুলাই দুপুর দেড়টারদিকে ইউসুফ বাড়ির সামনে দাড়িয়ে ছিল। সে সময় আসামিরা সেখানে গিয়ে গালিগালাজ করে।
তিনি নিশেধ করায় আসামিদ্বয় চাকু বের করে তাকে আঘাত করে। তার পেটে কোমড়েসহ নানা স্থান জখম হয়।
সদর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানিয়েছেন, ঘটনার পর নীলগঞ্জ তাতীপাড়ায় অভিযান চালিয়ে শনিবার রাত সাড়ে ১১টার দিকে আসাদকে আটক করা হয়।
রাতদিন সংবাদ/আর আই







