যশোরের মণিরামপুরে জ্যোতি রানী (২৫) নামে আট মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রোববার (১৪ জুলাই) দুুপুরে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায় পুলিশ। এরআগে শনিবার (১৩ জুলাই) রাতে পৌরসভার হাকোবা গ্রামে এ ঘটনা ঘটে। জ্যোতি রানী হাকোবা গ্রামের অজয় দত্তের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জ্যোতি রানীর দুই বছর আগে ভোজগাতী গ্রামের সঞ্জয় দাসের সঙ্গে বিয়ে হয়। সঞ্জয় দাস পৌরশহরের বৈদ্য বাবুর স্বর্ণের দোকান কাজ করার সুবাদে তারা হাকোবা গ্রামে বসবাস করেন। জ্যোতির স্বামীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই বাকবিতন্ডা হত।
শনিবার (১৩ জুলাই) রাতে স্বামী সঞ্জয় দাসের সঙ্গে তাঁর ঝগড়া হয়। ওই রাতেই নিজ ঘরের ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দেয় জ্যোতি। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মণিরামপুর থানা অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান, জ্যোতির মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠান হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
রাতদিন সংবাদ/আর আই







