আগামীকাল সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকার ট্রফির স্বাদ নিতে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কলম্বিয়া।
পরিসংখ্যান ও বর্তমান পারফরম্যান্সের দিক থেকে কলম্বিয়ার চেয়ে এগিয়ে মেসিরা। আসরে এখন পর্যন্ত পাঁচটি করে ম্যাচ খেলেছে দু’টি দলই। সবগুলো ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা ও কলম্বিয়া।
সেমিফাইনালে তুলনামূলক কম শক্তিশালী কানাডাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।
অন্যদিকে কোপা আমেরিকার শিরোপার অন্যতম দাবিদার উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে তৃতীয় বারের মতো কোপা আমেরিকার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে ২০০১ সালের চ্যাম্পিয়নরা। সেই সঙ্গে এখন পর্যন্ত টানা ২৮ ম্যাচ অপরাজিত দলও কলম্বিয়া, যার কারণে ফাইনালে আর্জেন্টিনাকে দিতে হতে পারে কঠিন পরীক্ষা।
অতীতের পরিসংখ্যানে চোখ চোখ রাখলে দেখা যায় মেসিদের চেয়ে পিছিয়ে রদ্রিগেজরা। কোপা আমেরিকায় এখন পর্যন্ত উরুগুয়ের সমান ১৫ বার শিরোপা উঁচিয়ে ধরেছে আলবিসেলেস্তেরা। মেসিরা ফাইনাল খেলেছেন মোট ২৯ বার।
অন্যদিকে মাত্র একবার কোপার শিরোপা জয়ের স্বাদ পায় কলম্বিয়া। তাও ২৩ বছর আগে, ২০০১ সালে। সেবার ফাইনালে মেক্সিকোকে হারিয়ে প্রথমবারের মতো কোপার শিরোপা জেতে দলটি। এছাড়া এখন পর্যন্ত এই টুর্নামেন্টে দু’বার ফাইনাল খেলেছে কলম্বিয়া।
১৯৪৫ সালে প্রথম বারের মতো মুখোমুখি হয় আর্জেন্টিনা ও কলম্বিয়া। তাও কোপা আমেরিকার ম্যাচে। সেই ম্যাচে কলম্বিয়াকে ৯-১ গোলের বড় ব্যবধানে হারায় আজেন্টাইনরা। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৪২ বার মুখোমুখি হয়েছে দুই দল। সেই সব দেখায় কলম্বিয়ার চেয়ে বেশ এগিয়ে বিশ্বচ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনার ২৫ জয়ের বিপরীতে নয়টি জয় কলম্বিয়ার। বাকি আটটি ম্যাচ ড্র হয়। সবশেষ ২০১৯ সালের কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচে ২-০ গোলে আলবিসেলেস্তেদের বিপক্ষে জয় পান নেস্টর লরেঞ্জোর শিষ্যরা। এছাড়া দুই দলের শেষ দেখা হয়েছে ২০২২ সালে। সেই ম্যাচে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন লিওনেল স্কালোনির শিষ্যরা।
আর্জেন্টিনা ও কলম্বিয়া। দু’দলই মাঠের খেলায় নিজেদের শক্তি প্রদর্শন করে থাকে, যার কারণে ফাইনালেও দু’দলই চাইবে শারীরিক ফুটবলটা খেলার জন্য।
এই দুই দলে এবারের আসরের ম্যাচগুলোর দিকে তাকালেও কিছুটা অনুমান করা যায়। এখন পর্যন্ত ৯টি হলুদ কার্ড দেখেছেন কলম্বিয়ার ফুটবলাররা। অন্যদিকে আর্জেন্টাইনরা দেখেছেন ৫টি হলুদ কার্ড। তাই বলাই যায়, ফাইনালে শারীরিক ফুটবলটাই খেলবে দু’দল।
অনলাইন ডেস্ক/আর আই







