যশোর প্রতিনিধিঃ প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে ৩০জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। গত শুক্রবার ও শনিবার দুই দিনে ঘোষিত তফসিল অনুযায়ী ১৫টি পদের বিপরীতে তারা এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
রোববার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা পদ উল্লেখ করে মনোনয়ন পত্র জাম দেবেন।
সোমবার মনোনয়ন পত্র বাছাই, মঙ্গলবার বৈধ মনোনয়ন পত্রের তালিকা প্রকাশ করা হবে। বুধবার মনোনয়ন পত্রে শুনানী ও নিষ্পত্তি এবং বৃহস্ফতিবার বৈধ মনোনয়ন পত্রে চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ১৯ জুলাই প্রার্থীতা প্রত্যাহারের দিন ধার্য্য করা হয়েছে। ২৭ জুলাই শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন পরিাচলনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট শাহরিয়ার বাবু এ তথ্য জানিয়েছেন।
আর কে-০৩







