Friday, December 5, 2025

মণিরামপুরে নলকুপ স্থাপন করার সময় মাস্তানদের বাঁধার মুখে ছয়টি মটরসাইকেল ভাংচুর

মণিরামপুর প্রতিনিধিঃ নলকূপ স্থাপন করাকে কেন্দ্র করে দু’গ্রæপের মধ্যে বিরোধ চলে আসছে দীর্ঘদিন। এ ঘটনায় অসহায় একটি পরিবারের উপর এলাকার প্রভাবশালী বাদল সিংহ ভাড়াটিয়া মাস্তান এনে নলকূপ স্থাপন করার সময় বাঁধা সৃষ্টিসহ লিপিকা রানী রায়কে মারপিট করে।

এসময় ভাড়াটিয়া মাস্তানদের রাখা ৬টি মোটরসাইকেল নিজেরাই ভাংচুর করে তার দায় চাপিয়েছে অসহায় পরিবারটির উপর।

আর এ ঘটনাটি ঘটিয়েছে শনিবার দুপুরে জয়পুর গ্রামে। এতে উভয় পক্ষ দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে পাল্টা-পাল্টী অভিযোগ করে আসছে বলে জানাযায়। বিষয়টি নিয়ে থানায় লিপিকা রানী রায় বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছে।

মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের গৌতম রায়ের স্ত্রী লিপিকা রানী রায় তার স্বামীর পৈত্রিক সম্পদ জয়পুর মৌজা ১১০৯ নং খতিয়ান ১০৬৬৭ নং দাগের জমিতে স্থাপন করার জন্য আবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সেচ কমিটির কাছে। বিষয়টি কর্মকতার তদন্ত করে লিপিকা রানী রায়কে ১৩/১২/২০২৩ইং তারিখে নলকূপ স্থাপনের লাইসেন্স প্রদান করেন। লাইসেন্স নং ৪৯৮।

সে থেকে এই অসহায় পরিবারটি নলকুপ স্থাপন করতে গেলে সুব্রত কুমার সিংহ ও তার ভাই বাদল সিংহ বিভিন্ন ভাড়াটিয়া মাস্তান এনে স্থাপন করতে বাঁধা প্রদান করা সহ জীবন নাশের হুমকী প্রদান করে আসছে তাদের উপর।

লিপিকা রানী রায় আবারো উপজেলা নির্বহী অফিসারের কাছে আর একটি অভিযোগ দায়ের করে। সোহেল রানা সহকারী প্রকৌশলী (নির্মাণ) বিএডিসি, যশোর জোন ও সদস্য সচিব উপজেলা সেচ কমিটি মণিরামপুর বিভিন্ন বিবরণ তুলে ধরে তাকে অনুমতি দেন। লিপিকা রানী রায় ১৩ জুলাই নলকুপ স্থাপন করতে গেলে ঢাকুরিয়াসহ বিভিন্ন এলাকা থেকে ভাড়াটিয়া মাস্তান এনে স্থাপন করতে নিষেধ করার পর লিপিকাকে ব্যাপক মারপিট ও  কাপড় ছিড়ে ফেলে শ্লীতাহানি করে।

বিষয়টি এলাকাবাসী সহ্য করতে না পেরে মাস্তানদের উপর হামলা করলে তারা পিছু হেঁটে তাদের মটরসাইকেল আব্দুল হামিদের বাড়িতে রাখা ৬টি মোটরসাইকেল ভাংচুর করে।ঘটনা স্থানে দ্রত থানা পুলিশ আসার পর বিষয়টি নিয়ন্ত্রনে আনে।

বাড়ীওয়ালা আব্দুল হামিদ জানায়, গৌতম রায় ভাড়াটিয়া মস্তান এনে আমার বাড়ীতে থাকা ৬টি মোটরসাইকেল, ঘরের দরজা ভাংচুর ও আমার বাড়ীতে লুটপাট করে।

স্থানীয় ইউপি সদস্য আবু কালাম জানান বাদল সিংহ অসহায় পরিবারটির উপর যে অত্যচার করে আসছে এটা ঠিক না। তার জমির উপর নলকূপ স্থাপন করার অনুমিত দিয়েছে সরকার। সেখানে বাঁধা দেওয়া ঠিক হয়নি আরো জানান, মোটরসাইকেল ভাংচুরের বিষয়টি তাদের ভাড়াটিয়া মস্তানরা তাদের গাড়ী ভাংচুর করেছে।

ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আইয়ুব আলী গাজী জানান, সরকার লিপিকা রানী রায়কে নলকূপ বসানোর অনুমতি দিয়েছে সেখানে বাদল সিংহ বাঁধা দেওয়া ঠিক হয়নি। ভাড়াটিয়া মস্তানরা তাদের মোটরসাইকেল ভাংচুর করে অসহায় পরিবারের উপর দায় চাপানোর জন্য এমন জঘন্য কাজ করেছে।

থানা অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদি হাসান বলেন, এ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা অবগত আছে আপনি তাঁর সাথে কথা বলেন। এ বিষয়ের সত্যতা জানতে উপজেলা নির্বাহী কর্তকর্তার মোবাইল ফোনে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

 

আর আই

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর