Friday, December 5, 2025

যশোরে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনে জাতীয় পতাকার অববমাননা ও সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন যশোরের মুক্তিযোদ্ধারা।

শনিবার সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএলএফ উপ প্রধান বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম।

উপস্থিত ছিলেন যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার এএইচএম মুজহারুল ইসলাম মন্টু, সাবেক ডেপুটি কমান্ডার আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা শেখ আতিকুর বাবুসহ বীর মুক্তিযোদ্ধারা।

সভায় নেতৃবৃন্দ আদালতের আদেশ মেনে চলার জন্য আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

 

রাতদিন সংবাদ/ আর আই

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর