Friday, December 5, 2025

যশোরে আজ শ্রমিক লীগের পাল্টাপাল্টি সম্মেলন

আজ শনিবার যশোর জেলা শ্রমিক লীগের দু’গ্রুপ পৃথক সম্মেলন আহ্বান করেছেন। জেলা আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদক সমর্থিত গ্রুপ সম্মেলন ডেকেছে জেলা পরিষদ মিলনায়তনে। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি নুর কুতুব আলম মান্নান ও প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কে এম আযম খসরু উপস্থিত থাকবেন বলে কয়েকদিন ধরে প্রচার প্রচারনা করা হচ্ছে। অপরদিকে, কোনোরকম প্রচার-প্রচারণা ছাড়াই শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শনিবার পাল্টা সম্মেলন হবে বলে জানিয়েছেন। তিনি তার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, শনিবার যশোর পৌর কমিউনিটি সেন্টারে বিকেল তিনটায় জেলা শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে শ্রমিক লীগের কেন্দ্রীয় সহসভাপতি তোফায়েল আহমেদ উপস্থিত থাকবেন।

এর আগে নাসির উদ্দিন প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে দাবি করে, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী এবং তিনি জেলা কমিটির সাধারণ সম্পাদক কেউই জানেন না, ১৩ জুলাই যশোরে জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনি সম্মেলন পেছানোর দাবি জানান। সেই দাবি উপেক্ষা করে আজকের জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের প্রস্তুতি ও প্রচারণা চলতে থাকায় তিনি কেন্দ্রে যোগাযোগ করে আজ পৌর কমিউনিটি সেন্টারে পৃথক সম্মেলনের ডাক দিয়েছেন।
জেলা শ্রমিক লীগের ব্যানারে ১০ জুলাই অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিখিত বক্তব্য পাঠ করেন। সেখানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী, জেলা সহসভাপতি রাইদুল ইসলাম, মহশীন কবীর, মর্তুজা হোসেন, সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, আনিসুর রহমান বিপুল, এইচ এম শাহীন সিদ্দিকী চিরু, প্রচার সম্পাদক চান মিয়া, সহপ্রচার সম্পাদক শেখ তৌহিদুর রহমান শাহীন, শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নুসহ বিভিন্ন বেসিক সংগঠনের নেতৃবৃন্দ। আজ যশোরে জেলা শ্রমিক লীগের দু’পক্ষের পাল্টাপাল্টি সম্মেলনকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। তবে, শেষ অবধি কী হয় সেটি দেখার অপেক্ষায় আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী।

রাতদিন-ডিজিটাল ডেস্ক/জয়

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর