যশোরে কোট বাতিলের দাবিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন। পরে তারা মানববন্ধন করেন।
বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে প্রতিবাদ সমাবেশ শিক্ষার্থীরা বলেন, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।
শিক্ষার্থীদের দাবি, কোটা থাকলে প্রকৃত মেধাবীদের চাকরিতে অন্তর্ভুক্তি হবে না।
মিছিলটি দড়াটানা মোড় থেকে শুরু হয়ে প্রেসক্লাব যশোরের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে পূণরায় মিছিল বের হয়ে তা দড়াটানা ভৈরব চত্বরে প্রতিবাদ সমাবেশ করে।
রাতদিন সংবাদ/আর আই







