Friday, December 5, 2025

চুড়ামনকাটিতে কৃষকলীগের সম্মেলন সম্পন্ন আমির হামজা সভাপতি এনামুল সম্পাদক

চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধিঃ শুক্রবার যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন কৃষকলীগের সম্মেলন ছাতিয়ানতলা-চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে সম্পন্ন হয়েছে।

সম্মেলনে আমির হামজাকে সভাপতি এনামুল কবীরকে সাধারণ সম্পাদক ও মিজানুর রহমান মিজানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সম্মেলনে নব-নির্বাচিত সভাপতি আমির হামজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুড়ামনকাটি ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না।

সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, তবিবর রহমান,সদর উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি আব্দুর রহিম, আহম্মদ আলী।

এ সময় সাগত বক্তব্য রাখেন নব-নির্বাচিত সাধারণ সম্পাদক এনামুল কবীর, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমূখ।

আগামী ১৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করবেন থানা কমিটির নেতৃবৃন্দ।
সভাটি পরিচালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা মোজাম্মেল হক।

 

আর আই

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর