Saturday, December 6, 2025

বাঘারপাড়ায় বেপরোয়া ট্রাক চাপায় জেলে নিহত,আহত ৪

বাঘারপাড়ায় বেপরোয়া ট্রাক চাপায় মোহাম্মদ সিদ্দিক (৫০) নামে এক জেলে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

আজ শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের দক্ষিণ শ্রীরামপুরের সাবেক সাঈদ চেয়ারম্যানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ সিদ্দিক দক্ষিণ শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- মোহাম্মদ সুফিয়ান (২০), সাহিদুল ইসলাম (১৮), আব্দুল মজিদ (৪৮) ও কবির হোসেন (৩৫)। হতাহতরা সবাই একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে জেলেরা মাছ ধরার উদ্দেশ্যে পাশের গ্রামে যাওয়ার জন্য বাড়ির সামনে মহাসড়কে উঠতেই নড়াইল হতে যশোরগামী একটি বেপরোয়া গতির ট্রাক সড়কের পাশে থাকা মাছ ধরা জেলেদের চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে মোহাম্মদ সিদ্দিক ঘটনাস্থলেই মারা যান এবং বাকিরা আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. হাসিম আলী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা গেছেন। স্থানীয়রা আহত চারজনকে হাসপাতালে নিয়ে এসেছেন। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর