কেশবপুর প্রতিনিধিঃ- কেশবপুরে ৩৫ টি মসজিদ ও মন্দিরের উন্নয়নের জন্য টি আর এর বরাদ্ধ ৫২ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ১১ জুলাই দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুদানের অর্থ বিতরণ করেন কেশবপুরের সংসদ সদস্য আজিজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার, ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির পলাশ, আলাউদ্দীন আলা, এস এম মুনজুর রহমান, আব্দুল কাদের, পৌরসভার কাউন্সিলর কবির হোসেন, জেলা পরিষদের সদস্য টিপু সুলতান প্রমুখ।
রাতদিন সংবাদ/জয়







