চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেল দূর্ঘটনায় ইদ্রিস আলী (৪০) নামের এক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজের নিকট এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটর সাইকেল চালক সাজ্জাদুল ইসলাম স্বপন জখম হয়ে আহত হন।
নিহত ইদ্রিস আলী পৌর এলাকার এরশাদপুর গ্রামের মৃত খয়বার আলীর ছেলে। সাজ্জাদুল ইসলাম স্বপন যুবলীগ নেতা।
স্থানীয় পৌর কাউন্সিলর আব্দুল গাফ্ফার জানান, খয়বার আলী একটি মামলার হাজিরা দেবার জন্য যুবলীগ নেতা সাজ্জাদুল ইসলাম স্বপনের মোটর সাইকেলে চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন।
সকাল ১১ টার দিকে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজের নিকট পৌঁছালে একটি কুকুর মোটর সাইকেলের সামনে এসে পড়ে। এতে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর দু’জন ছিটকে পড়েন। এ সময় ইদ্রিস আলীর মাথা রক্তাক্ত জখম হয়ে মারাত্মক আহত হন।
মোটর সাইকেল চালক সাজ্জাদুল ইসলাম স্বপনের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা হাসপাতালে নিয়ে যায়। ইদ্রিস আলীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে হাসপাতালের কর্তব্যরত কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করেন। কুষ্টিয়া যাবার পথে ইদ্রিস আলী মৃত্যু বরণ করেন।
আলমডাঙ্গা থানার অফিসার ওসি তদন্ত আবু সাইফ বলেন,ঘটনাটি চুয়াডাঙ্গা ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন সদর থানার মধ্যে ঘটেছে। আমাদের এ বিষয়ে কিছু জানানো হয়নি।
রাতদিন সংবাদ/আর আই