Wednesday, February 19, 2025

শৈলকুপায় সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

ঝিনাইদহের শৈলকুপায় নিয়ন্ত্রন হারিয়ে স’মিলের কাঠের গুড়ির সাথে ধাক্কায় মোটর সাইকেল চালক রমিজ উদ্দিন(১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

ঘটনাটি বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার রয়েড়া বাজারে। ঘটনার সাথে সাথে গুরুত্বর আহত রমিজ উদ্দিনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সড়ক দূর্ঘটনায় নিহত রমিজ ১২নং নিত্যানন্দনপুর ইউনিয়নের বুড়ামারা গ্রামের আদিল উদ্দিনের ছেলে এবং যশোর বিসিএমসি কলেজে একাদশ শ্রেণিতে সদ্য ভর্তি হওয়া ছাত্র।

গোপালপুর গ্রামের ফারুক বিশ্বাস জানান, সড়ক দূর্ঘটনায় নিহত রমিজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে শৈলকুপার উদ্দেশ্যে রওনা হয়।

পথের মধ্যে রয়েড়া বাজার এলাকায় পৌছালে এক নারী পথচারীকে মোটর সাইকেলের ধাক্কা থেকে বাঁচাতে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের গুড়ির সাথে ধাক্কা লেগে সে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম চৌধূরী জানান, সড়ক দূর্ঘটনায় বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার রয়েড়া বাজার এলাকায় রমিজ উদ্দিন নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

 

রাতদিন সংবাদ/আর আই

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর