Friday, December 5, 2025

নিয়োগ বাণিজ্য না করে আ:লীগ অফিসের সামনে থালা নিয়ে বসেন,এমপি বাবুল

বাঘারপাড়া অফিস:- বুধবার যশোরের বাঘারপাড়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজের দপ্তর প্রধান ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সভাপতির সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এনামুল হক বাবুল।প্রধান অতিথির বক্তৃতা এনামুল হক বাবুল বলেন, ‘উন্নত বিল্ডিং হচ্ছে, কিন্তু শিক্ষার মান উন্নত হচ্ছে না। শিক্ষার মান উন্নত করতে হলে সবাইকে সচেতন হতে হবে’। তিনি বলেন,অভিভাবকেরা উদাসীন হয়ে যাচ্ছে। ভালো রেজাল্টের দিকে খেয়াল তাদের। ছেলে বাইরে আড্ডা দিচ্ছে, নেশা করছে সেদিকে খেয়াল করছেন না তারা।
শিক্ষা প্রতিষ্ঠান সভাপতিদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিয়োগ বাণিজ্য না করে আওয়ামী লীগ অফিসের সামনে থালা নিয়ে বসেন। কারণ নিয়োগ-বাণিজ্যের চেয়ে ভিক্ষা করা অনেক সম্মানের’। মাধ্যমিক শিক্ষা অফিসের কোন দুর্নীতি সহ্য করা হবে না উল্লেখ করে এনামুল হক বাবুল বলেন, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সবাইকে কাজ করতে হবে।
এদিন বেলা সাড়ে ১১ টায় বারবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার. বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এফএম আশরাফুল কবির বিপুল ফারাজী।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসনে আরা তান্নি’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, বাঘারপাড়া মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, ছাতিয়ানতলা ইউনাইটেড গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, ভিটাবল্যা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল মজিদ মাস্টার, দয়ারামপুর মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি সাবেক অধ্যক্ষ পীরজাদা আশরাফ উদ্দিন, মির্জাপুর আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল আউয়াল,হাবুল্যা পিএইচএল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি রবিউল ইসলাম, , উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তরুণ কুমার সাহা, উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক (শিক্ষা) কর্মকর্তা আশিকুজ্জামান, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ সিদ্দিকুল্লা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মাস্টার এমদাদ হোসেন।

রাতদিন সংবাদ,জয়-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর