Thursday, November 6, 2025

ঝিকরগাছায় বিএনপি নেতা আজাদের মৃত্যু

ঝিকরগাছা প্রতিনিদি:যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক সাধারন সম্পাদক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ সোমবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল (৫৭) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কণ্যা সন্তান রেখে গেছেন। এদিকে মরহুমের মৃত্যুর খবর শুনে দ্রুত ঝিকরগাছায় ছুটে আসেন এবং তার পরিবারের সদস্যদেরকে সমবেদনা জ্ঞাপন করেন কেন্দ্রীয় বিএনপির (খুলনা বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত।

এসময় তার সাথে ছিলেন, যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এড.মোহাম্মদ ইসহক, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কাজী আজম, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু, পৌর বিএনপির আহবায়ক হারুণ অর রশীদ, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, জেলা যুবদলের সাধারন সম্পাদক আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক মোস্তফা আমীর ফয়সালসহ বিভিন্ন নেতৃবৃন্দ। এদিন বিকাল ৩টায় দলীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন জানানো হবে। এছাড়া আসরবাদ ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে মোবারকপুর গ্রামস্থ পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে বলে উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু জানিয়েছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!