ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১০নং নাটিমা ইউনিয়নের সূর্যদিয়া গ্রামের আবুল কাসেমকে জমাজমির জেদ ধরে কুপিয়েছে জখম করেছে দুর্বৃত্তরা।
রোববার(৭জুলাই) দুপুরে মহেশপুর প্রেসক্লাবের সিনিয়ার সাংবাদিক দৈনিক দেশের পত্র পত্রিকার মহেশপুর প্রতিনিধি আবুল কাসেম ও তার ২ ছেলে উছামা আহম্মেদ ও তামিমকে জমাজমি বিষয়ে কুপিয়ে গুরুত্ব আহত করে মিলন বিশ্বাস।
পরিবারের লোক জানিয়েছেন, সূর্যদিয়া মাঠে আবুল কাসেম ও তার ২ ছেলে কাজ করছিলো হঠাৎ মিলন বিশ্বাস এসে জমাজমি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে জখম করে।
স্থানীয় লোকজন তাদেরকে আহত অবস্থায় মহেশপুর হাসপাতালে নিয়ে আসে।
কাসেম ও তার ২ ছেলের অবস্থা আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানিয়েছে এবিষয়ে মহেশপুর থানায় মামলা করার প্রস্ততি চলছে।
রাতদিন সংবাদ/আর আই-০৯