Thursday, November 6, 2025

বাঘারপাড়ায় ব্যাপক প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারী

যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারী। রোববারবিকেলে উপজেলার জামদিয়া ও বাসুয়াড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মীর সাথে নিয়ে গণসংযোগ ও ভোটারদের সাথে কুশল বিনিময় করেন তিনি। বাঘারপাড়া উপজেলাকে শান্তি আর উন্নয়নের জনপদ হিসেবে গড়ে তুলতে আনারস প্রতিকে ভোট প্রার্থনা করেন দিলু পাটোয়ারী। বলেন, তার জীবনের অধিকাংশ সময় সাধারণ মানুষের সেবায় ব্যয় হয়েছে। আগামীতেও যেন বাঘারপাড়া উপজেলাবাসীর সুখে-দুঃখে তাদের পাশে থাকতে পারে, তাই আনারসকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। এদিন, বিকেলে দিলু পাটোয়ারী নেতাকর্মীদের সাথে নিয়ে জামদিয়া ইউনিয়নের আলাদিপুরসহ এলাকার বিভিন্ন মোড়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এছাড়া বাসুয়াড়ী ইউনিয়নের চাড়াভিটা, মহিরণ ও গুণীরঘাট এলাকায় লিফলেট বিতরণ করেন ও আনারস মার্কায় ভোট প্রার্থনা করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শচীন্দ্রনাথ বিশ্বাস, বাঘারপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতা আজগর আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুন্সী বাহার, আওয়ামী লীগ নেতা ফয়সাল আহমেদ মিল্টন, শুয়াইব আহমেদসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!