জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে শুক্রবার (৫ জুলাই) বেলা ১০টায় বাছাই কার্যক্রম অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, নড়াইল সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শামীম আহমাদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউপি নির্বাচনে অংশগ্রহনের জন্য জমা দেয়া ৬ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র প্রাথমিক ভাবে বৈধ ঘোষনা করা হয়।
প্রার্থীরা হলেন মো: সাজ্জাদ হোসেন, মো: জাহিদুর রহমান. সৈয়দ তরিকুল ইসলাম, মাসুদুর রহমান গুলু, নুরুল ইসলাম, মো: মিজানুর রহমান। চণ্ডিবরপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় তিনি পদত্যাগ করেন। নির্বাচনে অংশগ্রহণ করে তিনি জয়লাভ করেন।
এছাড়া মুলিয়া ইউনিয়নের একটি সংরক্ষিত (৭,৮ ও ৯) মহিলা ওয়ার্ডের ২ জন প্রতিযোগি সুন্দরী বালা বাগচী ও মিতালী বিশ্বাসের প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয় এবং তুলারামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ২জন প্রার্থী পঞ্চানন বিশ্বাস ও দিবাকর বিশ্বাসের প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো ৪ জুলাই, যাচাই-বাছাই ছিল ৫ জুলাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই, প্রতীক বরাদ্দ ১১ জুলাই এবং আগামী ২৭ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আর কে-০৯







