যশোরের শার্শা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের ছোড়া রাবার বুলেটে এক যুবক আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।সোমবার দুপুরে হরিশচন্দ্রপুর সীমান্তের ৫৪ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন খড়ের মাঠ এলাকায় ইছামতি নদীতে এ ঘটনা ঘটে বলে হরিশ্চন্দ্রপুর গ্রামের ইউপি সদস্য বাবুল হোসেন জানান। আহত ওই যুবক শামীম হোসেন (৩০) শার্শা উপজেলার গোগা ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামের মৃত মহিউদ্দীনের ছেলে। শামীম চিহ্নিত চোরাকারবারী ও মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন স্থানীয়রা।
ইউপি মেম্বার বাবুল হোসেন বলেন,শামীম অন্যান্য সহযোগীদের সাথে হরিশচন্দ্রপুর সীমান্তের খড়ের মাঠ এলাকা দিয়ে ইছামতি নদী পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল।এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে শামীম মারাত্মকভাবে আহত হয়। তখন তার সহকর্মীরা তাকে উদ্ধার করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অজ্ঞাত স্থানে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কোথায় চিকিৎসা নিচ্ছে সেটা তিনি জানেন না বলে জানিয়েছেন।
এ ব্যাপারে খুলনা ২১বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার সাংবাদিকদেরকে বলেন,বিএসএফের রাবার বুলেটে শামীম হোসেন নামে এক যুবক আহত হয়েছে এমন খবর পেয়ে তার বাড়ি বিজিবির একটি টিম পাঠানো হয়েছিল। বাড়িতে কেউ না থাকায় সে কোথায় চিকিৎসা নিচ্ছে তা এমনকি পুরো ঘটনা জানতে পারেনি।তবে গ্রামবাসী ঘটনাটি সত্য বলে জানিয়েছেন।
এদিকে সর্বশেষ খোঁজখবর নিয়ে জানা গেছে আহত শামীম যশোর শহরের শংকরপুর জি ডি এল নামে একটি বেসরকারি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে ভর্তি হন। কিন্তু প্রশাসনের ভয়ে চিকিৎসা চলাকালীন সময় তিনি ডায়াগনস্টিক ল্যাব থেকে পালিয়ে যান।
বিশেষ প্রতিনিধি







