Saturday, December 6, 2025

বাঘারপাড়ার জামদিয়ায় হতে যাচ্ছে ব্যতিক্রম ঘোড়াদৌড়

বাঘারপাড়া অফিস- আগামী ৪ জুলাই বৃহস্পতিবার বিকালে হতে যাচ্ছে যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামের যুব সমাজের উদ্যোগে গ্রামের পূর্বে কুমার কোঠা মাঠে এক ব্যতিক্রম গাড়িসহ ঘোড়দৌড় প্রতিযোগিতা। অতিতে দেখেছেন মানুষসহ ঘোড়দৌড় এবার দেখবেন মানুষ ও গাড়িসহ ঘোড়দৌড়। আঞ্চলিক ভাষায় বলে ঘোড়ার গাড়ি দাবড়। গত ২৬ জুন গ্রামের যুব সমাজ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেন এই ব্যতিক্রম ঘোড়াদাবড় প্রতিযোগিতার। আয়োজক কমিটির একটি সুত্র বলছে এদিন ঘোড়াগাড়ি দাবড় প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় জারী গানের ব্যবস্থা থাকবে। আয়োজক কমিটির সংগে সরেজমিনে গিয়া জানা গেল মানুষ এখন ব্যতিক্রম কিছু দেখতে চায় তাই এই ব্যতিক্রম আয়োজন। তবে আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যাকালিন অনুষ্ঠান হবে নছেৎ নয়। এদিন গরুরগাড়ি দৌড় প্রতিযোগিতা হওয়ার কথা ছিল কিন্তু এলাকায় গরুরগাড়ি পর্যাপ্ত না থাকায় এই ভিন্নআঙ্গিকে গাড়ি ও মানুষসহ ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রাতদিন ডেস্ক-জয়-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর