Friday, December 5, 2025

মনিরামপুরে দশটি চোরাই মেবাইলসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক।। যশোর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে, যশোরের মনিরামপুর উপজেলার পলাশী কলেজ মোড়ে, ২২জুন শনিবার রাতে ১০টি চোরাই মোবাইল ফোনসহ দুই জনকে আটক করা হয়েছে।
আটককৃত আসামিরা হলেন, যশোর কোতোয়ালী থানার কল্যাণদহ গ্ৰামের মিন্টু হোসেনের ছেলে, আলামিন হোসেন (১৯) , অপরজন মনিরামপুর থানার পলাশী দাসপাড়ার মৃত রনি হাসানের ছেলে,রাব্বি হাসান লাবিব (২০) ।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই রইচ আহমেদ জানান, আসমীদ্বয় চোরাই মোবাইল সিন্ডিকেটের সাথে জড়িত, চোরাই ১০টি মোবাইল ফোনসহ তাদেরকে আটক করা হয়েছে। এঘটনায় তাদের বিরুদ্ধে মনিরামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রাতদিন সংবাদ-জয়

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর