Saturday, December 6, 2025

তাসকিনকে বাদ দিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। অ্যান্টিগায় সেই সমীকরণে টস জিতেছে টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বাংলাদেশ একাদশে এটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। দলের সহ-অধিনায়ক তাসকিন আহমেদকে বাদ দিয়ে, একাদশে নেওয়া হয়েছে জাকের আলী অনিককে। আর অপরিবর্তি একাদশ নিয়ে মাঠে নামছে ভারত।

দুই দলের একাদশ

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

ভারত : বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পান্ত (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, কুলদীপ যাদব ও জসপ্রিত বুমরা

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর